গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
রবিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সজীব হোসেন সবুজ (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা) ও মোশারক হোসেন সৌরভকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা) কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কার করা হলো।
উল্লেখ, গত শনিবার দুপুরে ওই কলেজে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শেখ ফজিলাতুন্নেছা ছাত্রী নিবাস উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি সজীব হোসেন সবুজ ও তার সমর্থিত ছাত্রলীগের একাংশ কলেজে ছাত্রসংসদের নির্বাচন দাবি করেন। মন্ত্রী অনুষ্ঠানে নির্বাচন দেয়ার আশ্বাসও দেন। অনুষ্ঠান শেষে তিনি চলে যাবার সময় সজীব হোসেন সবুজ ও তার সমর্থকরা মন্ত্রীর গাড়ি বহরের সামনে শুয়ে পড়ে গতি রোধ করে এবং নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে শ্লোগান দেয়। এ সময় ওই কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সৌরভ ও তার সমর্থকরা বিক্ষোভকারীদের বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং পুলিশ প্রহরায় মন্ত্রীর গাড়ি এলাকা ত্যাগ করে। সংঘর্ষকালে বিক্ষোভকারীদের ইটপাটকেলে দুই পুলিশ কর্মকর্তা এবং সৌরভসহ অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। এ ঘটনায় দু'টি মামলা হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ