রাজধানীর বাড্ডায় এক গারো তরুণীকে ধর্ষণের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৪ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এদিন ধার্য করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ২৫ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তর বাড্ডার তিন নম্বর লেনের হাসান উদ্দিন সড়ক থেকে এক গারো তরুণীকে ভয় দেখিয়ে পরিত্যক্ত একটি বাড়িতে ধর্ষণ করে রুবেল (২৬) নামে এক যুবক। এর ঘটনার পর ২৮ অক্টোবর বাড্ডা থানায় মামলা হয়েছিল। পরবর্তীতে ওই বছরের ১১ নভেম্বর বিমান বন্দর রেল স্টেশন এলাকা রুবেলকে গ্রেফতার করে র্যাব-১।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৭/মাহবুব