সিদ্ধিরগঞ্জে বালুর ট্রাকচাপায় দিয়া (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার (এসআই) শামসুল আলম জানান, সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার শাখা সড়কে সকাল ১১টার দিকে বালু ভর্তি একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই দিয়ার মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
দিয়ার বাড়ি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা পাইনাদী এলাকায়। তার বাবার নাম আনোয়ার সাদেক।
বিডি প্রতিদিন/৩ এপ্রিল, ২০১৭/ফারজানা