রাজধানীর গুলশান ২ নম্বরে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে শুল্ক গোয়েন্দা। এ সময় শুল্ক ফাঁকির অভিযোগে বিএমডব্লিউ ৫২৫আই সিরিজের একটি গাড়ি জব্দ করেছে তারা।
জানা গেছে, একজন নারী ব্যবসায়ী নীল রংয়ের এই বিএমডব্লিউ গাড়িটি ব্যবহার করতেন। সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে গুলশানের বাড়িতে শুল্ক গোয়েন্দারা গত ৩০ মার্চ বিকেল ৫টায় অভিযান চালায়। ওই সময় গাড়ির মালিক শুল্ক গোয়েন্দা দলকে অসহযোগিতা করেন।
ব্যবহারকারী ওই নারী গাড়িটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখেন এবং চাবি দিতে অস্বীকৃতি জানান। দীর্ঘ নাটকীয়তা শেষে ঐদিন রাত ১০.০০ টায় গাড়িটি শুল্ক গোয়েন্দার হেফাজতে নেয়া হয়।
পরে বিআরটিএ-তে যোগাযোগ ও তথ্য যাচাইয়ে শুল্ক ফাঁকির প্রাথমিক আলামত পাওয়ায় আজ গাড়িটি শুল্ক আইন অনুসারে জব্দ দেখানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৩ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১