নির্বাচন কমিশনার (ইসি) রফিকুল ইসলাম বলেছেন, ‘কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ নেই। সেখানে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। এর মধ্যে দিয়ে নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের আস্থা ফিরেছে। বর্তমান নির্বাচন কমিশন স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে কাজ করছে।’
সোমবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পরিষদ হল রুমে স্থানীয় সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সব নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এ জন্য সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন প্রস্তুত।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসহাক আলী বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রবিউল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার অশোক কুমার চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান, রওশন আরা বেগম ডলি প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন