ভোগ মডেল রাউধার আত্মহত্যা মামলার তদন্ত করতে মালদ্বীপের দুই পুলিশ কর্মকর্তা রাজশাহীতে এসেছেন। সোমবার বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে তারা রাজশাহীতে আসেন। বর্তমানে তারা সার্কিট হাউজে অবস্থান করছেন। তদন্তকারী মালদ্বীপের দুই পুলিশ কর্মকর্তা হলেন, সিনিয়র এএসপি মোহাম্মদ রিয়াজ ও সিনিয়র ইন্সপেক্টর আলী আহমেদ।
রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার সুশান্ত রায় জানান, ঢাকা থেকে মালদ্বীপের দুই পুলিশ কর্মকর্তা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজছাত্রী ও মডেল রাউধা আতিফের আত্মহত্যার ঘটনাটি তদন্ত করতে রাজশাহীতে এসেছেন।
উল্লেখ্য, বুধবার (২৯ মার্চ) দুপুরে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রাউধার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাউধা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। গত বছরের ১৪ জানুয়ারি থেকে রাউধা ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষে থাকতেন।
শনিবার পরিবারের সম্মতিতে মডেলকন্যা রাউধাকে রাজশাহীতে দাফন করা হয়। এ সময় রাউধা আতিফের বাবা মোহাম্মদ আতিফ, ভাইসহ নিকটাত্মীয়ররা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ