অভিযান শেষ হওয়ার পাঁচ দিন পর আতিয়া মহল থেকে দুই জঙ্গির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ঢাকাস্থ র্যাব সদর দফতর থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও টেকনিক্যাল টিম সোমবার নিহত জঙ্গিদের দেহাবশেষ উদ্ধার করে।
এদিকে, আতিয়া মহলকে বিস্ফোরকমুক্ত করতে আরো কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ আতিয়া মহলে জঙ্গি আস্তানা গত ২৩ মার্চ দিবাগত রাত থেকে ঘিরে রাখে পুলিশ। পরদিন অভিযানে যোগ দেয় সোয়াত। ২৫ মার্চ সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে সেনাবাহিনী। পরে ২৮ মার্চ অভিযান সমাপ্ত ঘোষণা করে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আতিয়া মহলে চার জঙ্গি নিহত হয়েছে। তন্মধ্যে দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আতিয়া মহলে প্রচুর বিস্ফোরক ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
সেনাবাহিনীর কমান্ডোদের অভিযান শেষ হওয়ার পরও দুই জঙ্গির লাশ আতিয়া মহলের ভেতরে ছিল। লাশ দুটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল শিববাড়ি এলাকায়। দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় জনসাধারণ। অবশেষে ভবনের ভেতর থেকে নিহত জঙ্গিদের দেহাবশেষ উদ্ধার করে র্যাব। সোমবার সকাল ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় র্যাবের ইউনিট। তারা আতিয়া মহলের আশপাশের সড়কে যান ও জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়। আতিয়া মহলকে ঘিরে বেশ কয়েকবার পর্যবেক্ষণ করেন র্যাবের সদস্যরা। এরপর শুরু হয় তাদের অভিযান। একপর্যায়ে ভবনের ভেতর থেকে দুই জঙ্গির দেহাবশেষ উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত দেহাবশেষ বিকাল সাড়ে ৫টার দিকে ওসমানী হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হবে। এছাড়া পরিচয় শনাক্তের জন্য ডিএনএ’র নমুনাও সংগ্রহ করা হবে।
এদিকে, আজ বিকেলে র্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, ‘গত ২৮ মার্চ কমান্ডোরা অভিযান শেষের পর আতিয়া মহলকে পুলিশের কাছে হস্তান্তর। ভবনের ভেতর দুটি লাশ এবং আইইডি (রূপান্তরিত বিস্ফোরক) ছিল। মৌলভীবাজারের অভিযানের কারণে আতিয়া মহলে অভিযান শুরু করতে দেরি হয়। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্ফোরক উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় র্যাবকে। দায়িত্ব পেয়ে র্যাব সদর দফতর থেকে সোমবার বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও টেকনিক্যাল টিম ঘটনাস্থলে আসে। লে. কর্নেল আরিফুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ১১টায় শুরু হয় অভিযান। প্রথম লক্ষ্য ছিল লাশ দুটি উদ্ধার। শুরুতে ভবনের চারপাশ থেকে ধ্বংসাবশেষ পরিচ্ছন্ন করা হয়। এরপর নিচতলা থেকে দুই জঙ্গির দেহাবশেষ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’ তিনি বলেন, ‘আতিয়া মহলকে বিস্ফোরকমুক্ত করা একটি দীর্ঘ প্রক্রিয়া। এখানে বেশ কিছু বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বিস্ফোরকগুলো জঙ্গিদের হতে পারে, আবার সেনাবাহিনীর ছোড়া অবিস্ফোরিত বিস্ফোরকও হতে পারে। এগুলো উদ্ধার সময়সাপেক্ষ। এসময় এলাকাবাসীকে ধৈর্য্য ধারণ করতে হবে। ভবনটি নিরাপদ হয়ে গেলেই বাসিন্দারা এতে ফিরে যেতে পারবেন।’
প্রথম দিনের অভিযানে কোন বিস্ফোরক উদ্ধার করা হয়নি জানিয়ে র্যাব অধিনায়ক বলেন, ‘উদ্ধারের সময় যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থেকে অভিযান চলছে। অভিযানে সিলেট মহানগর পুলিশ, সিটি করপোরেশসন, ফায়ার ব্রিগেড সহযোগিতা করছে।’
উদ্ধারকৃত লাশ দুটির দেহাবশেষ চেনা যাচ্ছে না উল্লেখ করে লে. কর্ণেল আলী হায়দার বলেন, ‘সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণে লাশ দুটি ছিন্নভিন্ন। সেনাবাহিনীর অভিযানের শেষ সময়ে এগুলো বিস্ফোরিত হয়।’
এদিকে, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার বাসুদেব বণিক বলেন, ‘দুই জঙ্গির দেহাবশেষ আমরা র্যাবের কাছ থেকে পেয়েছি। সেগুলো ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হবে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।’
শিরোনাম
- মুন্সীগঞ্জ থেকে পাসপোর্ট নিয়ে পরিবারের সঙ্গে ইতালি গেল বিড়াল ‘ক্যান্ডি’
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রতিদ্বন্দ্বীর মায়ের দোয়া নিয়ে গণসংযোগ শুরু করলেন বিএনপি প্রার্থী আনিসুল
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৯ মামলা
- কিউ-এস র্যাংঙ্কিং: এশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিইউবিটি
- এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
- স্ত্রী-সন্তানদের নিয়ে অপসোনিনের ছাঁটাই শ্রমিকদের অবস্থান কর্মসূচি
- মাগুরায় দুস্থ রোগী ও শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ
- অনশনরত তারেকের পাশে রিজভী, বিএনপির সংহতি ঘোষণা
- বগুড়ায় শিক্ষার্থীদের নিয়ে ‘পুষ্টি ক্যাম্পেইন মেলা’ অনুষ্ঠিত
- জাল নোট প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার
- প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষক পুনর্বহালের দাবিতে জবিতে বিক্ষোভ
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪
আতিয়া মহল থেকে দুই জঙ্গির দেহাবশেষ উদ্ধার
শাহ্ দিদার আলম নবেল, সিলেট:
অনলাইন ভার্সন
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর