অভিযান শেষ হওয়ার পাঁচ দিন পর আতিয়া মহল থেকে দুই জঙ্গির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ঢাকাস্থ র্যাব সদর দফতর থেকে আসা বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড ও টেকনিক্যাল টিম সোমবার নিহত জঙ্গিদের দেহাবশেষ উদ্ধার করে।
এদিকে, আতিয়া মহলকে বিস্ফোরকমুক্ত করতে আরো কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়াস্থ আতিয়া মহলে জঙ্গি আস্তানা গত ২৩ মার্চ দিবাগত রাত থেকে ঘিরে রাখে পুলিশ। পরদিন অভিযানে যোগ দেয় সোয়াত। ২৫ মার্চ সকাল থেকে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরু করে সেনাবাহিনী। পরে ২৮ মার্চ অভিযান সমাপ্ত ঘোষণা করে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আতিয়া মহলে চার জঙ্গি নিহত হয়েছে। তন্মধ্যে দুজনের লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আতিয়া মহলে প্রচুর বিস্ফোরক ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
সেনাবাহিনীর কমান্ডোদের অভিযান শেষ হওয়ার পরও দুই জঙ্গির লাশ আতিয়া মহলের ভেতরে ছিল। লাশ দুটি পচে দুর্গন্ধ ছড়াচ্ছিল শিববাড়ি এলাকায়। দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় জনসাধারণ। অবশেষে ভবনের ভেতর থেকে নিহত জঙ্গিদের দেহাবশেষ উদ্ধার করে র্যাব। সোমবার সকাল ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় র্যাবের ইউনিট। তারা আতিয়া মহলের আশপাশের সড়কে যান ও জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়। আতিয়া মহলকে ঘিরে বেশ কয়েকবার পর্যবেক্ষণ করেন র্যাবের সদস্যরা। এরপর শুরু হয় তাদের অভিযান। একপর্যায়ে ভবনের ভেতর থেকে দুই জঙ্গির দেহাবশেষ উদ্ধার করে র্যাব। উদ্ধারকৃত দেহাবশেষ বিকাল সাড়ে ৫টার দিকে ওসমানী হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়। সেখানে লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন হবে। এছাড়া পরিচয় শনাক্তের জন্য ডিএনএ’র নমুনাও সংগ্রহ করা হবে।
এদিকে, আজ বিকেলে র্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, ‘গত ২৮ মার্চ কমান্ডোরা অভিযান শেষের পর আতিয়া মহলকে পুলিশের কাছে হস্তান্তর। ভবনের ভেতর দুটি লাশ এবং আইইডি (রূপান্তরিত বিস্ফোরক) ছিল। মৌলভীবাজারের অভিযানের কারণে আতিয়া মহলে অভিযান শুরু করতে দেরি হয়। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিস্ফোরক উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় র্যাবকে। দায়িত্ব পেয়ে র্যাব সদর দফতর থেকে সোমবার বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ও টেকনিক্যাল টিম ঘটনাস্থলে আসে। লে. কর্নেল আরিফুল ইসলামের নেতৃত্বে সকাল সাড়ে ১১টায় শুরু হয় অভিযান। প্রথম লক্ষ্য ছিল লাশ দুটি উদ্ধার। শুরুতে ভবনের চারপাশ থেকে ধ্বংসাবশেষ পরিচ্ছন্ন করা হয়। এরপর নিচতলা থেকে দুই জঙ্গির দেহাবশেষ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’ তিনি বলেন, ‘আতিয়া মহলকে বিস্ফোরকমুক্ত করা একটি দীর্ঘ প্রক্রিয়া। এখানে বেশ কিছু বিস্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বিস্ফোরকগুলো জঙ্গিদের হতে পারে, আবার সেনাবাহিনীর ছোড়া অবিস্ফোরিত বিস্ফোরকও হতে পারে। এগুলো উদ্ধার সময়সাপেক্ষ। এসময় এলাকাবাসীকে ধৈর্য্য ধারণ করতে হবে। ভবনটি নিরাপদ হয়ে গেলেই বাসিন্দারা এতে ফিরে যেতে পারবেন।’
প্রথম দিনের অভিযানে কোন বিস্ফোরক উদ্ধার করা হয়নি জানিয়ে র্যাব অধিনায়ক বলেন, ‘উদ্ধারের সময় যাতে দুর্ঘটনা না ঘটে সেজন্য সতর্ক থেকে অভিযান চলছে। অভিযানে সিলেট মহানগর পুলিশ, সিটি করপোরেশসন, ফায়ার ব্রিগেড সহযোগিতা করছে।’
উদ্ধারকৃত লাশ দুটির দেহাবশেষ চেনা যাচ্ছে না উল্লেখ করে লে. কর্ণেল আলী হায়দার বলেন, ‘সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণে লাশ দুটি ছিন্নভিন্ন। সেনাবাহিনীর অভিযানের শেষ সময়ে এগুলো বিস্ফোরিত হয়।’
এদিকে, সিলেট মহানগর পুলিশের উপকমিশনার বাসুদেব বণিক বলেন, ‘দুই জঙ্গির দেহাবশেষ আমরা র্যাবের কাছ থেকে পেয়েছি। সেগুলো ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হবে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।’
শিরোনাম
- রিয়ালকে উড়িয়ে দিয়ে ফাইনালে পিএসজি
- রংপুরে বাস পুকুরে পড়ে নিহত ২, আহত ২০
- স্থগিত হলো কারিগরি শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা
- নির্বাচনের আগে ডিসি-এসপি পদে রদবদল হবে
- সব ধরনের অপরাধ থেকে সুন্দরবনকে মুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ
- কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
আতিয়া মহল থেকে দুই জঙ্গির দেহাবশেষ উদ্ধার
শাহ্ দিদার আলম নবেল, সিলেট:
অনলাইন ভার্সন
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর