চট্টগ্রামের শতবর্ষী রেয়াজুদ্দিন বাজারকে মাদক, সন্ত্রাস ও ইয়াবা ব্যবসায়ীদের হাত থেকে রক্ষার দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারকে স্মারক লিপি দিয়েছে রেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি।
সোমবার দুপুরে উপ-পুলিশ কমিশনার দেবদাশ ভট্টাচার্য্যরে হাতে এ স্মারক লিপি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি মুহাম্মদ মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক এস.এম. এয়াকুব, ব্যবসায়ী নেতা জানে আলম, মোহাম্মদ রিপন, দিদারুল আলম প্রমুখ।
স্মারক লিপিতে উল্লেখ করা হয়, মাদক-ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে এখানে কতিপয় নব্য সন্ত্রাসী দলের সৃষ্টি হয়েছে। এরা বর্তমানে এতই বেপরোয়া যে, তাদের বিরুদ্ধে টু শব্দও করা যায় না। যখন তখন দা-ছুরি, লম্বা লম্বা কিরিচ নিয়ে এরা বাজারে প্রকাশ্যে মহড়া দেয়, কেউ প্রতিবাদ করলে তাকে তুলে নিয়ে যায়। নির্যাতনসহ চাঁদা আদায় করা, মুক্তিপন আদায় করাসহ অপরাধ জগতের বিভিন্ন গড ফাদারদের পক্ষ হয়ে হেন কাজ নাই যা তারা করে না। বিগত ৩ মাসে জলসা মার্কেটের তালাবদ্ধ দোকান হতে মৃত লাশ উদ্ধার, একইভাবে রহমান মার্কেটের ৩য় তলা হতে, হোটেল আল-ছালমত হতে উদ্ধারকৃত লাশের ঘঠনা সন্ত্রাসীদের অপরাধের ভয়াভয় তার চিত্র বহন করে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন