সাময়িক বরখাস্ত হওয়া রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল মঙ্গলবার হাই কোর্টে রিট করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিট করার কথা জানিয়েছেন তিনি।
বুলবুল বলেন, ‘আমি ইতিমধ্যে আইনজীবীর সঙ্গে কথা বলে সবকিছু চূড়ান্ত করে রেখেছি। মঙ্গলবার হাই কোর্টে রিট করছি।’
২৩ মাস আইনি লড়াই শেষে আদালতের রায় নিয়ে রবিবার নগর ভবনে যান মোসাদ্দেক হোসেন বুলবুল। নানা নাটকের পর দুপুরে মেয়রের চেয়ারে বসার ৬ মিনিটের মধ্যে তাকে আবারও সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন