রাজধানী ঢাকার আদালত পাড়ায় ২২টি আতশবাজি ও পটকাসহ সরকারি তিতুমীর কলেজের এক ছাত্র আটক করেছে পুলিশ।আটককৃত ছাত্রের নাম সালাউদ্দিন শাকিল। তিনি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ঢাকা সেনানিবাসের বালুরঘাট এলাকায় থাকেন।
কোতয়ালী থানার এস আই জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, সোমবার বিকালে আদালতের সামনে জনসন রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী সানাউল ইসলাম টিপু জানান, 'শাকিল পার্শ্ববর্তী শাঁখারি বাজার থেকে এক বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য এসব পটকা ও আতশবাজি কেনেন।কিন্তু ওই বড় ভাইয়ের নাম বা কোন জায়গায় তার বিয়ের অনুষ্ঠান হবে তা বলতে পারেননি তিনি।'