রাজধানীর মহাখালীতে ট্রাকচাপায় বাছেদ আলী (৪৫) নামে এক গাড়ি চালক নিহত হয়েছেন। এতে তার সহকারী আইজুল ইসলাম (২৫) আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মহাখালীর কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাছেদের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।
জানা যায়, রাতে বাছেদ সিটি করপোরেশনের ময়লার গাড়ি গাড়ি চালানোর সময় মহাখালী কাঁচা বাজারের সামনে চাকা নষ্ট হয়ে যায়। তখন চাকা খুলে মেরামত করার সময় বালু বোঝাই একটি ট্রাক চাপা দিলে দু’জনে গুরুতর আহত হন।
আহত অবস্থায় দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৪টার দিকে বাছেদকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/হিমেল