রাজধানীর তেজগাঁওয়ের গার্ডেন রোডের একটি বাসা থেকে সেলিনা আক্তার (৩৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় তেজগাঁও থানা পুলিশ।
মৃত সেলিনা ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার জাকির হোসেনের স্ত্রী।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জেরে সেলিনা বিষপানে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম