গাজীপুরের কালীগঞ্জের বাসাইর এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ইলেকট্রনিক্স কোম্পানির মোড়কে বিপুল পরিমাণ নকল পণ্য, প্রতীক, মোড়ক উদ্ধার করেছে গাজীপুর সিআইডি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হল কালীগঞ্জ উপজেলার বিড়ুয়া এলাকায় জন রোজারিওর ছেলে জ্যাকসন মাইকেল রোজারিও (২৭) এবং তার সহোযোগী কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকার নৃপেন চন্দ্র দাসের ছেলে তাপস চন্দ্র দাস (২৭)।
বুধবার দুপুরে গাজীপুর জেলা সিআইডি কার্যালয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফ হোসেন এক প্রেস ব্রিফ্রিংয়ে এসব তথ্য জানান। এসময় সিআইডির পরিদর্শক মো. শহীদ উল্লাহ, পরিদর্শক মো. আরজু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন ব্যান্ডের তৈরিকৃত ভোলটেজ স্টেবিলাইজার ৩৪টি, বিভিন্ন কোম্পানির ভোলটেজ স্টেবিলাইজার তৈরি করার খালি বডি ২০৫টি, স্টিলের বডি কভার ২০০টি, খালি কার্টুন ২০৫টি, এসি কট ১০০টি, ছকেট ৮০টি, ছোট সুইচ ১৫০টি, বড় সুইচ ৫০টি, ভোলটেজ স্ট্যাবিলাইজার এর ওয়ারিং কাটা তার ১ কেজি এবং ১ হাজারটি গ্যারান্টি কার্ড।
সিআইডি সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: আশরাফ হোসেন আরো জানান, কালীগঞ্জ থানাধীন বাসাইর জামালপুর বাজার এলাকায় বিভিন্ন কোম্পানির মোড়ক, প্রতীক ব্যবহার করে নকল পণ্য অবৈধভাবে তৈরি করে বাজারজাত করা হচ্ছে। ওই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকালে নকল ভোল্টেজ স্টোবিলাইজারসহ তাপস চন্দ্র দাসকে আটক করা হয়। পরে তার তথ্য মতে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে কালীগঞ্জের বেড়ুয়া গ্রামের জ্যাকশন মাইকেল রোজারি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়। এসয় জিজ্ঞাসাবাদকালে তারা ওইসব পণ্য তৈরি ও বাজারজাত করার বৈধ কোন কাগজ দেখাতে পারেনি।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৭/মাহবুব