নাশকতার দুই মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার পর এর বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তিনি এই মামলার স্থগিতাদেশের আবেদন জানিয়েছেন।
বুধবার এই আবেদন করা হয়।
আগামী ৯ এপ্রিল এর উপর শুনানি হতে পারে জানিয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, ওই দিন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহ’র বেঞ্চে এই শুনানি হতে পারে।
তিনি সাংবাদিকদের বলেছেন, ‘এ দুই মামলায় বিচারিক আদালতে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। পাশাপাশি ১০ এপ্রিল অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে। এ ছাড়াও খালেদা জিয়াকে ওইদিন আদালতে হাজিরের আদেশ রয়েছে। এ অবস্থায় ওই দুই মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার আদেশ বাতিল চাওয়া হয়েছে। পাশাপাশি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।’