গাজীপুরের টঙ্গিতে বিবিএ শিক্ষার্থী রিয়াদ হোসেনকে হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
একই মামলার আরও একজনের যাবজ্জীবন কারদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ. কে. এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
গাজীপুর আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গাজীপুরের টঙ্গী থানায় হত্যা মামলায় তিনজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৭/মাহবুব