গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকায় দুর্বৃত্তের হামলায় আহত এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম মো. সোহেল রানা (২৫)। তিনি দক্ষিণ সালনা এলাকার আবদুল মালেকের ছেলে।
গতকাল বুধবার দিবাগত রাতে দুর্বৃত্তের হামলায় আহত হন গাজীপুরের মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র সোহেল। পড়াশোনার পাশাপাশি সালনা বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন তিনি।
সোহেলের মামা আবদুল মান্নান বলেন, একটি রাস্তা নিয়ে প্রতিবেশী শহীদুল ইসলাম কাজীর সঙ্গে সোহেলদের বিরোধ চলছে। এ নিয়ে সোহেলদের হুমকি দেওয়া হতো। এই বিরোধের জেরে সোহেল খুন হতে পারেন।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ