প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক সাযযাদ কাদির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনিস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ষাটের দশকের এ সাহিত্যিক একাধারে কবি, বহুমাত্রিক লেখক, গবেষক ও প্রাবন্ধিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি ১৯৪৭ সালের ১৪ই এপ্রিল টাঙ্গাইল জেলার মিরের বেতকা গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়।
সাযযাদ কাদির ১৯৬২ সালে বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে ১৯৬৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১১ই ফেব্রুয়ারি তিনি করটিয়ার সা'দত কলেজে বাংলা বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৬ সালের ১৪ই জুলাই তিনি শিক্ষকতা পেশা ত্যাগ করে সাপ্তাহিক বিচিত্রা পত্রিকায় সহকারি সম্পাদক হিসেবে যোগ দিয়ে সাংবাদিকতা পেশায় আত্মনিয়োগ করেন।
১৯৭৮ সালে তিনি রেডিও পেইচিং-এ ভাষা বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন। ১৯৮২-৮৫ সালে তিনি ছিলেন দৈনিক সংবাদের সহকারি সম্পাদক। পরে তিনি ছিলেন আগামী-তারকালোক পত্রিকার সম্পাদক। ১৯৯২-৯৫ সালে দৈনিক দিনকালের বার্তা সম্পাদক ছিলেন। ১৯৯৫-২০০৪ সাল পর্যন্ত ছিলেন বাংলাদেশ প্রেস ইনিস্টিটিউটের পরিচালক।
সাযযাদ কাদির শুধু কবিতাই নয় গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ-গবেষণা, শিশুতোষ, সম্পাদনা, সঙ্কলন, অনুবাদসহ বিভিন্ন বিষয়ে ৮০টির বেশি গ্রন্থ রচনা করেছেন।
পশ্চিমবঙ্গের নাথ সাহিত্য ও কৃষ্টি কেন্দ্রিক সাহিত্যপত্রিকা 'শৈবভারতী'র ৩৪তম বর্ষপূর্তি উপলক্ষে প্রবন্ধ সাহিত্যে সাযযাদ কাদিরকে শৈবভারতী পুরস্কার দেয়া হয় । এর আগে ২০০৯ সালে তিনি পশ্চিমবঙ্গের বিষ্ণু দে পুরস্কারে সম্মানিত হন। ২০১৬ সালে তিনি পেয়েছেন জাতীয় কবিতা পরিষদ পুরস্কারও।
সাযযাদ কাদিরের সাহিত্যকর্ম
যথেচ্ছ ধ্রুপদ (১৯৭০) – কাব্যগ্রন্থ
চন্দনে মৃগপদচিহ্ন (১৯৭৬) – গল্পগ্রন্থ
রসরগড় – গল্পগ্রন্থ
লাভ স্টোরি (১৯৭৭) – অনুবাদ
রসচৈনিক – অনুবাদ
রাজরূপসী – প্রবন্ধ-গবেষণা
হারেম: জীবন ও যৌনতা – প্রবন্ধ-গবেষণা
অন্তর্জাল (২০০৮) – উপন্যাস
বিশ্ববিহীন বিজনে (২০০৮) – কাব্যগ্রন্থ
নারীঘটিত (২০১২) – প্রবন্ধ-গবেষণা
রমণীমন (২০১৬) – প্রবন্ধ-গবেষণা
সহস্রক – প্রবন্ধ-গবেষণা
সাহিত্যে ও জীবনে রবীন্দ্র নজরুল (২০১৬) – প্রবন্ধ-গবেষণা
আমার বাংলা (২০১৫) – প্রবন্ধ-গবেষণা
জানা অজানা বাংলা (২০১৬) – প্রবন্ধ-গবেষণা
খেই (২০১২) – উপন্যাস
আঁচ (২০১৫) – উপন্যাস
বৃষ্টিবিলীন (২০১২) – কাব্যগ্রন্থ
কবিতা সংগ্রহ
গল্প সংগ্রহ (২০১৬)
মনপবন – শিশুতোষ
রঙবাহার – শিশুতোষ
জমজমাট – শিশুতোষ
উপকথন গ্রন্থমালা – শিশুতোষ
তেনালি রামন (২০১৬) – শিশুতোষ
সাগরপার (২০১৫) – শিশুতোষ
হারকিউলিস (২০১৬) – শিশুতোষ
বিডি প্রতিদিন/৬ এপ্রিল, ২০১৭/ফারজানা/মাহবুব