সিলেটে ১০ মামলার পলাতক আসামি শিবির ক্যাডার কাউছার আহমদকে (২৬) গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ।
গ্রেফতার কাউছার মহানগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়ার মৃত ইসমাইল মোল্লার ছেলে। সে শাবিপ্রবি’র উদয়ন স্কুল বিষয়ক কমিটির শিবিরের সভাপতি।
নগরীর বাগবাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ মাইনুল আবছার, এসআই মোঃ লোকমান হোসাইন, এসআই পরিমল চন্দ্র দাশ।
সিলেট মহানগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, কাউছার আহমদের বিরুদ্ধে ১০টি মামলায় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানার জারি রয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন