দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের চার বছরপূর্তি উপলক্ষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে 'আমার দেশ' পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, বিএনপিনেতা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শওকত মাহমুদ, সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, মুক্তিযুদ্ধের সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী ও কবি ফরহাদ মাজহার।
এছাড়া আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান, প্রফেসর দিলারা চৌধুরী, পিএসসির সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. জিন্নাতুন নেসা তাহমিদা আকতার, প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, প্রকৌশলী আ ন হ আকতার হোসেন, বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সাংবাদিক এম আব্দুল্লাহ, আব্দুস শহীদ, সৈয়দ আবদাল আহমেদ, জাহাঙ্গীর আলম প্রধান, কাদের গনি চৌধুরী, ইলিয়াস খান প্রমুখ।
সমাবেশে সংহতি প্রকাশক করে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, ইঞ্জিনিয়ার আলমগীর হাসিন আহমেদ, ইঞ্জিনিয়ার আফজাল হোসেন সবুজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি আব্দুল হাই শিকদার।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৭/মাহবুব