রাজধানীতে অভিযান চালিয়ে এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি (উত্তর) বিভাগ। গ্রেফতারকৃতের নাম ইমাম শাহাজাদা ওরফে রায়হান (৩৭)। মঙ্গলবার রাতে ডিবি (উত্তর) বিভাগের একটি টীম তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার হেফাজত থেকে এক সেট পুলিশ ইউনিফর্ম, একটি নেমপ্লেট, একটি খেলনা পিস্তল ও এক জোড়া কালো জুতা উদ্ধার করা হয়।
জানা গেছে, গ্রেফতারকৃত ইমাম শাহাজাদা রমনা থানা এলাকার বেইলী স্কয়ার অফিসার্স কোয়ার্টার্সের সামনে নুর আলম সিদ্দিকী নামক এক ব্যক্তির নিকট হতে গত ২৯ জানুয়ারি ডিবির কর্মকর্তা পরিচয় দিয়ে চট্রগ্রাম বন্দর হতে Premio Superior প্রাইভেট কার ক্রয় করে দেওয়ার কথা বলে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ ব্যাপারে নুর আলম সিদ্দিকী বাদী হয়ে রমনা মডেল থানায় গত ১০ এপ্রিল’১৭ তারিখে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন থানায় একাধিক মামলা তদান্তাধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ