বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলা স্থগিত করে দেওয়া রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মওদুদ আহমদের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
এদিকে, রুল খারিজ হওয়ায় মওদুদের বিরুদ্ধে দুনীর্তি দমন কমিশনের দায়ের করা এই নাইকো দুর্নীতি মামলার বিচার কার্যক্রমে চলতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে, মওদুদের করা এক ফৌজদারি রিভিশন আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১ ডিসেম্বর নাইকো মামলার কার্যক্রম ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন বিচারপতি শেখ আব্দুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/মাহবুব