বাংলা নববর্ষকে বরণ করতে বরিশালে চলছে বর্ণাঢ্য আয়োজন। উদীচী, চারুকলা বিদ্যালয়, জেলা প্রশাসন ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নববর্ষের প্রভাতে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। এছাড়াও বৈশাখী মেলা, রাখি উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে লোকজ উৎসবের আয়োজন চলছে।
উদীচী প্রতি বছরের ন্যায় এবারও ব্রজমোহন বিদ্যালয় প্রঙ্গনে বর্ষবরণে আয়োজন করেছে প্রভাতী অনুষ্ঠানের। সংগীতের মাধ্যমে নববর্ষকে আবাহন জানিয়ে শুরু হবে রাখি উৎসব। পরে একই স্থান থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। এছাড়া ব্রজমোহন বিদ্যালয় মাঠে নববর্ষের দিন থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।
বরিশাল উদীচীর সভাপতি বিশ্বনাথ দাস মুন্সি জানান, বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রাকে অর্থবহ এবং আকর্ষণীয় করতে সর্বোচ্চ চেষ্টা ও প্রস্তুতি চলছে। মঙ্গল শোভাযাত্রার উপকরণ তৈরিতে ব্যস্ত উদীচীর শিল্পীরা। বরিশাল চারুকলা বিদ্যালয়ের উদ্যোগেও বের হবে মঙ্গল শোভাযাত্রা। এজন্য চারুকলার কর্মীরা নগরীর সিটি কলেজ মাঠে তৈরি করছেন মঙ্গল শোভাযাত্রার উপকরণ হাতি, ঘোড়া, মুখোশ, হাত পাখা প্রভৃতি। বরিশাল জেলা প্রশাসনও এবছর নববর্ষের প্রভাতে বের করবে মঙ্গল শোভাযাত্রা।
পান্তা ইলিশকে এবারও নিষিদ্ধ করে বর্ষবরণে বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। সকাল ৯টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সম্মুখ থেকে বের করা হবে মঙ্গল শোভাযাত্রা। তাছাড়া ক্যাম্পাসের মাঠে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ববি’র ভিসি বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেন, বাংলা বর্ষবরণের সঙ্গে পান্তা ইলিশের আদৌও কোন সম্পর্ক নেই। পহেলা বৈশাখে ইলিশ খাওয়ার হুজুগের বিরুদ্ধে দেশব্যাপী গণসচেতনতা তৈরি করা দরকার।
এদিকে পহেলা বৈশাখের উৎসব নিরাপদ ও নির্বিঘ্নে করার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সোমবার মহানগর গোয়েন্দা পুলিশের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বর্ষবরণের বিভিন্ন কর্মসূচি নিয়ে আয়োজনকারী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করেন। ওই মতবিনিমিয় সভায় নববর্ষের সকল অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করার আহ্বান জানানো হয়েছে এবং পহেলা বৈশাখের শোভাযাত্রা কিংবা অন্যান্য অনুষ্ঠানে ভুভুজেলা বাজানো, মুখোশ পরা, মোটরসাইকেলে চালক ছাড়া আরোহী থাকা নিষিদ্ধ করা হয়েছে। মেলার আসা শিশুদের পকেটে অভিবাবকের মোবাইল নম্বরসহ পরিচয়পত্র রাখার নির্দেশনা এবং দিয়াশলাই ও লাইটার নিয়ে মেলা কিংবা অনুষ্ঠানে কাউকে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/মাহবুব