পহেলা বৈশাখকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও গত কয়েকদিন ধরে উৎসাহ-উদ্দীপনা নিয়ে দেয়ালচিত্র এঁকে আসছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নগরীর বাদশা মিঞা সড়কে চারুকলা ইনস্টিটিউটের প্রবেশমুখের দেয়ালে আঁকা বাংলার লোকঐতিহ্যের উপর ভিত্তি করে আঁকা চিত্রগুলো পোড়ামবিল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দিনগত রাত একটার দিকে দুটি মোটরসাইকেলে করে ৫/৬ জন যুবক ঘটনাস্থলে এসে মবিলের মতো কিছু একটা ছিটিয়ে পালিয়ে যায়। এর ফলে দেয়ালচিত্রগুলো নষ্ট হয়ে যায়। মঙ্গলবার রাত ১২টায়ও তারা এই দেয়ালচিত্র অঙ্কন করেন শিক্ষার্থীরা। কিন্তু এর কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা এসে সেই দেয়ালচিত্রে মবিল ঢেলে চলে যান।
তবে এখন পর্যন্ত কারা এ কাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে বর্তমানে পুলিশ অবস্থান করছেন। সিসিটিভি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।