নাশকতা ও সহিংসতার বিভিন্ন মামলার চার্জশীটভুক্ত আসামি হওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশে সাময়িক বরখাস্ত হওয়া বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) বিএনপি সমর্থিত ৬ ওয়ার্ড কাউন্সিলরের বহিষ্কারাদেশ স্থগিত করেছেন উচ্চাদালত।
হাই কোর্টের বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বেত বেঞ্চ ওই স্থগিতাদেশ দেন। এর আগে গত ২৭ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বিসিসি’র ২৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ-সভাপতি ফিরোজ আহমেদ, ২৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন শিকদার জিয়া, ৭নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, ১৮নম্বর ওয়ার্ড কাউন্সিলর মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবির, ২৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়ার্ড বিএনপির নেতা ফরিদ উদ্দিন হাওলাদার এবং ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা মোঃ হারুন-অর-রশিদকে বরখাস্ত করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ওই বহিস্কারাদেশের বিরুদ্ধে উল্লেখিত ৬ কাউন্সিলর যৌথভাবে হাইকোর্টে রিট করেন। গত মঙ্গলবার ওই রিটের শুনানী অনুষ্ঠিত হয়।
বরখাস্ত হওয়া ৬ ওয়ার্ড কাউন্সিলরের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান জানান, গত মঙ্গলবার শুনানী শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ মন্ত্রণালয়ের বরখাস্তাদেশ স্থগিত করেছেন। একই সাথে কেন ওই স্থগিতাদেশ অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি রুল জারি করেছেন।
বরিশাল মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বরখাস্তকৃত ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দিন শিকদার জিয়া জানান, আদালত তাদের বহিষ্কারাদেশ স্থগিত করেছেন। তবে তারা আদালতের আদেশের কপি এখনো হাতে পাননি। কপি হাতে পেলে ওয়ার্ড কাউন্সিলর দায়িত্ব পালন করবেন।
বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান বলেন, তিনি শুনেছেন বরখাস্ত হওয়া ৬ ওয়ার্ড কাউন্সিলরের বরখাস্তাদেশ উচ্চাদালত স্থগিত করেছেন। তবে এ সংক্রান্ত উপযুক্ত কোন কাগজপত্র পাননি তিনি। আদালতের আদেশের কপি হাতে পেলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন