সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি গঠনে মূল্যবান অবদান রেখে যাওয়া প্রয়াত ৭৬ নেতাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণ আয়োজন করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ জিআর টেক্সটাইল মিলে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম জুয়েল সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাজেদুল ইসলাম ও সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক ইমাম হোসেন বাদলের উপস্থাপনা ও পরিচালনায় এসময় সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার দীনা, ফতুল্লা থান বিএনপির সাবেক সভাপতি অধ্যপক খন্দকার মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক স,ম, নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উপদেষ্টা জামাল উদ্দিন কালু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সেন্টু ও আবু আল ইউছুফ খান টিপু, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নাজির আহামেদ নাজির, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী নুরুননাহার, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী রাশিদা জামাল, বিএনপি নেতা সুলতান আহামেদ, এডভোকেট আব্দুল বারী ভূইয়া, আব্দুল্লাহ আল মামুন, মইনুল ইসলাম রতন, হাসান আহামেদ, নুর আলম, আমির হোসেন, বিল্লাল হোসেন, স্বাধীন, মুন্না ও ছাত্রদল নেতা জুয়েল রানা প্রমূখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন