চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় বাস-টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এয়াকুব আলী (৩৫) নামে এক দিনমজুর নিহত ও ৯ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে নগরীর বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এয়াকুব বাকলিয়ার জাকের কলোনি এলাকার জামাল আহমেদের ছেলে।
বাকলিয়া থানার এসআই মোহাম্মদ শাহীন বলেন ‘রাজাখালী এলাকায় শহরমুখী একটি বাস ও শাহ আমানত ব্রিজগামী একটি মাহিন্দ্রা টেম্পোর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত এবং ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাস ও টেম্পো থানা হেফাজতে রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার