বরিশাল নগরীর নিরাপত্তায় ৬ মাস আগে স্থাপিত ২৬১টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। ৬ মাস আগে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও সিটি করপোরেশনের কাছে প্রায় ২৭ কোটি টাকার বিদ্যুত বিল বকেয়া থাকায় নতুন করে আর কোন সংযোগ না দেয়ার সিদ্ধান্ত ছিলো বিদ্যুত বিভাগের। কিন্তু বাংলা নববর্ষ বরনের সকল আয়োজনের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বিদ্যুৎ বিভাগ সিসি ক্যামেরাগুলোতে জরুরি সংযোগ দিতে সম্মত হওয়ায় দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে বরিশাল সিটি করপোরেশন এবং বিদ্যুৎ বিভাগের মধ্যে সমঝোতার পর বিকেলে সিসি ক্যামেরাগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এর ফলে আজকের বৈশাখী আয়োজনসহ নগরীর সার্বিক নিরাপত্তা আরো জোড়দার হবে বলে মনে করছেন সশ্লিষ্টরা।
প্রায় ৬ মাস আগে ২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ২৬১টি সিসি ক্যামেরা স্থাপন করে বরিশাল সিটি করপোরেশন। কিন্তু করপোরেশন ২৭ কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় নতুন করে বিদ্যুৎ সংযোগ দিতে রাজী হয়নি বিদ্যুত বিভাগ। এ কারণে ক্যামেরাগুলো সচল করা যাচ্ছিলো না। বাংলা নববর্ষ বরন উপলক্ষ্যে নগরীর নিরাপত্তায় সিসি ক্যামেরাগুলো চালু করার জন্য মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয় সিটি করপোরেশন এবং বিদ্যুৎ বিভাগকে। এর প্রেক্ষিতে আজ বিদ্যুৎ সংযোগ দিয়ে সিসি ক্যামেরাগুলো চালু করা হয়।
বরিশাল সিটি করপোরেশন সূত্র জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নগরীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেয়। ২০১৫ সালে ২ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ২৬১টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়। ২০১৬ সালের মাঝামাঝি সময় ক্যামেরা স্থাপন কাজ শেষ হলেও বিদ্যুৎ সংযোগ না থাকায় সেগুলো অরক্ষিত এবং অচল অবস্থায় পড়ে থাকে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন বলেন, নববর্ষের নিরাপত্তায় নগরীতে স্থাপন করা সিসি ক্যামেরা চালু করার জন্য অনুরোধ জানানো হয়েছিলো। আজ ক্যামেরাগুলো চালু হওয়ায় পুরো নগরী নিরাপত্তার আওতায় এসেছে। এর বাইরে মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী মেলা আয়োজনের স্থানগুলোতেও অতিরিক্ত সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বরিশালে নববর্ষে মঙ্গল শোভাযাত্রাসহ সকল আয়োজনে উৎসবমূখর পরিবেশে নাগরিকরা অংশ নিতে পারবেন।
বরিশাল সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী ওমর ফারুক বলেন, আজ বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সিটি করপোরেশন সকল সিসি ক্যামেরা চালুর উদ্যোগ নিয়েছে। বিকেলের মধ্যে নগরের সদর রোড, বগুড়া রোড, মুক্তিযোদ্ধা পার্ক, গ্রীণ সিটি পার্ক, এনেক্স ভবন, নগর ভবন সহ নববর্ষে যেসব সড়ক দিয়ে মঙ্গল শোভাযাত্রা যাবে সেসব সড়কের ক্যামেরাগুলো চালু করা হয়েছে। বাকীগুলো দুই একদিনের মধ্যে চালু করা সম্ভব হবে।
বরিশাল সিটি মেয়র আহসান হাবিব কামাল বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকায় এতদিন সিসি ক্যামেরাগুলো চালু করা সম্ভব হয়নি। নববর্ষের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যুৎ বিভাগ সিসি ক্যামরাগুলোতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে। নববর্ষ-সহ নগরীর সার্বিক নিরাপত্তায় সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার