পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ক্যাম্পাসে আগত দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ ২৫-৩০টি স্থানে ৫০০ ছাত্রলীগ নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে।
এছাড়া উৎসবে যোগ দিতে আসা দর্শনার্থীদের সুপেয় পানির ব্যবস্থা, অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা সহ নানা সহযোগিতা প্রদাণ করবে সংগঠনটি।
বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ঢাবি শাখা ছাত্রলীগ আয়েজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন ঢাবি শাখা সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রনি সহ বিভিন্ন হলের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে আবিদ আল হাসান বলেন, সকলের মঙ্গল কামনায় নববর্ষ বাংলা ও বাঙ্গালির আবহমান কালের সাংস্কৃতিক ঐতিহ্য। যুগ যুগ ধরে বাংলার সর্বস্তরের মানুষ অসাম্প্রদায়িক উৎসব হিসেবে পালন করে। তাই এই দিনটি আনন্দ উচ্ছাসের সঙ্গে নির্বিঘ্নে পালন করতে ঢাবি ছাত্রলীগ বদ্ধ পরিকর। তিনি বলেন, এই লক্ষ্যে দর্শনার্থীদের নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫০০ নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে। দর্শনার্থীদের যে কোন সমস্যায় পাশে দাঁড়াতে ফেস্টুনে যোগাযোগের নম্বর দেওয়া থাকবে। এছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুপেয় পানি ও অসুস্থদের জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন