বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন এবং তার দুই সহযোগীকে দলীয় নেতা-কর্মীরা পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করতে পারেনি।
আহত ছাত্রলীগ সভাপতি মো. জসিম উদ্দিন জানান, প্রয়াত সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন হিরনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিলো গত ৯ এপ্রিল। এ উপলক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে মহানগর ছাত্রলীগের উদ্যোগে প্রয়াত হিরনের ছবিসহ শোকের ব্যানার-বিলবোর্ড স্থাপন করা হয়। তার বর্ণাঢ্য জীবনীর উপর একটি প্রামান্যচিত্র প্রদর্শনের আয়োজন করেন। যা গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে নগরীর বিভিন্ন স্থানে প্রদর্শন করা হচ্ছে।
জসিমউদ্দিন অভিযোগ করেন, হিরনের মৃত্যুবার্ষিকীর আগেই মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ মুঠোফোনে তাকে এই প্রামান্যচিত্রের প্রদর্শনী বন্ধ করতে বলেন। কিন্তু নেতার প্রতি ভালবাসা থেকে তিনি চিত্র প্রদর্শনী চালিয়ে যতে থাকেন। এতে ক্ষুব্ধ হয় আওয়ামী লীগ নেতা সাদিক আবদুল্লাহ।
জসিম উদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে নগরীর পোর্ট রোড ইলিশ মোকামে যান। মাছ কিনে ফেরার সময় সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নিরব হোসেন টুটুল এবং রইস আহম্মেদ মান্নার নেতৃত্বে ২৫-৩০জন সন্ত্রাসী লাঠি-সোটা, ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এ সময় তাকে ও তার দুই সহযোগী ছাত্রলীগ কর্মী হাসান ও প্রিন্সকে বেদম মারধর করে তারা। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে আত্মরক্ষা করেন।
এ ঘটনায় থানায় মামলা করার কথা জানিয়েছেন আহত জসিম। অভিযোগ অস্বীকার করে মহানগর আওয়ামী নিরব হোসেন টুটুল বলেন, জসিমের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা। জসিমের সাথে তার বৃহস্পতিবার দেখাই হয়নি, হামলা তো দূরের কথা। সাদিক আবদুল্লাহকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই ছাত্রলীগ নেতা জসিম মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন টুটুল।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, মুঠোফোনে ছাত্রলীগ নেতা জসিম তার উপর হামলার অভিযোগ জানিয়েছেন। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেমন কিছুই পায়নি। তবে জসিমের ছেলেদের দলীয় প্রতিপক্ষ একটু ধাক্কাটাক্কা দিয়েছে বলে পুলিশের তদন্তে পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/১৩ এপ্রিল, ২০১৭/ফারজানা