কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাহফুজুুল হায়দার চৌধুরী বলেছেন, বাবর ও মুজিবসহ যারা রাউজানে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করতে রক্ত দিয়েছেন তাদের স্বপ্ন কোনদিন বৃথা যাবে না। বর্তমান প্রজম্মকে বাবর ও মুজিবের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে। চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দিন মো বাবরের ২৮ তম মৃত্যুবাষির্কীতে তাদের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র দেবাশীষ পালিত, রাউজান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দীন খাঁন, কেন্দ্রীয় যুবলীগ সদস্য নাজিমুদ্দিন তালুকদার, আওয়ামী লীগ নেতা শান্তিপদ বৈদ্য, সাধন মুহুরী, প্রদীপ চৌধুরী, চন্দন দে, এ কে এম আইয়ুব মিয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার