নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অবৈধ কেমিক্যাল গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড বটতলা লাবিব সুপার মার্কেটস্থ ওই গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় পৌনে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে অবৈধ কেমিক্যাল গোডাউন হওয়ায় ঘটনার সময় মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার বজলুর রশীদ জানান, কেমিক্যালের গোডাউনে অগ্নিকান্ডের খবর পেয়ে ২টি ইউনিট নিয়ে ঘটণাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তদন্ত না করে অগ্নিকান্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান বলতে পারবো না। তবে আমরা ঘটনাস্থলে মালিক পক্ষের কাউকে পাইনি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ