সিলেট মহানগরীর জিন্দাবাজারে ছিনতাইকারীদের হাতে এক যুবক খুন হয়েছেন। আসাদুজ্জামান রিপন (২৭) নামের ওই যুবকের বাড়ি নীলফামারিতে। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নগরীর কোতোয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে আসাদুজ্জামান রিপন তার স্ত্রীকে নিয়ে দক্ষিণ সুরমার কদমতলি বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে দরগাহ গেইট এলাকায় যাচ্ছিলেন। সেখানে হোটেলে রাতযাপন করার কথা ছিল তাদের। জিন্দাবাজারে আসার পর কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। আসাদুজ্জামান রিপন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।
ওসি গৌছুল আরো জানান, বৃহস্পতিবার দুপুরে রিপনের আত্মীয়স্বজন তার লাশ নিয়ে গেছেন। এর আগে তার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন