রাজধানীতে আজ সন্ধ্যার দিকে নাজমুল হুদা পিয়াল (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাজমুল পটুয়াখালীর দশমিনা উপজেলার আবুল খায়েরের ছেলে।
জানা যায়, নিহত নাজমুল মিরপুর বাংলা কলেজের মার্কেটিং (২য় বর্ষ) এ অনার্সের ছাত্র। আজ তাকে মুমূর্ষু অবস্থায় ঢামেকে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে মারা যান। তবে কিভাবে তিনি আহত হয়ে মারা গেছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায় নি। রমনা থানার উপ পরিদর্শক (এসআই) সারোয়ার আলম খান জানান, পুরো বিষয়টি ভালভাবে খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার