১৪২৪ বঙ্গাব্দের প্রথম সূর্যের আলো ফুটেছে ধরায়। বৈশাখের প্রথম দিনেই সে আলোয় উদ্ভাসিত চারিদিক। সে আলোয় আলোকিত রাজধানী ঢাকার রমনা বটমূল।
আজ শুক্রবার সকাল সোয়া ছয়টায় গানে গানে, কবিতায়, বাদ্যযন্ত্রের মুর্ছনায় শুরু হয়েছে বর্ষবরণের অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতেই বেজে ওঠে, এসো এসো হে বৈশাখ এসো এসো। সকাল সোয়া ছয়টায় রমনা বটমূলে শুরু হয় বর্ষবরণের মূল উৎসব। ছায়ানটের আয়োজনে ঐতিহ্যবাহী এই অনুষ্ঠান বর্ষবরণের সূচনা বলেই বিবেচিত।
ছায়ানট এ বছর ৫০ বছর পূর্তি উদযাপন করায় থাকছে বাড়তি কিছু। প্রথমাংশে বাদন, যা এরই মধ্যে শুরু হয়েছে। দ্বিতীয়াংশে গান-কবিতা আবৃতি আর শেষ পর্বে থাকবে একটি লোকপালার উপস্থাপনা। লোকপালায় দেওয়ানা মদিনার উপস্থাপনা থাকবে নেত্রকোণার বিখ্যাত দিলু বয়াতি ও তার দলের।
এছাড়া ছায়ানট প্রধান সনজিদা খাতুনের একটি দিকনির্দেশনামূলক বক্তৃতাও থাকবে।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৭/এনায়েত করিম