বর্ষবরণের আয়োজনে অংশ নিতে রমনা পার্কে যারাই প্রবেশ করছেন, কেউ খালি হাতে ঢুকছে না। ছেলে-বুড়ো, নারী-পুরুষ সবার হাতেই গোলাপ দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন পুলিশ সদস্যরা। সঙ্গে দেওয়া হচ্ছে বাতাসা। মৎস্য ভবনের সামনে দিয়ে তিন নং গেটে দেখা গেছে এমন দৃশ্য।
পুলিশ সদস্যরা জানান, সবার সঙ্গে মিশতে পেরে, উপহার দিতে পেরে ভালো লাগছে। দায়িত্ব পালন করতে করতে সবার সঙ্গে নববর্ষের আনন্দও ভাগ করতে পারছি।
শুধু গোলাপ-বাতাসাই নয়, রমনা বটমূলের পাশেই সবাইকে বিশুদ্ধ পানিও বিতরণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল, ২০১৭/ফারজানা