রাজধানীর কারওয়ানবাজারে মাছের আড়তে ছয় থেকে সাত ইঞ্চি লম্বা ইলিশের দাম ৫৫০ থেকে ৬০০ টাকা হাকানো হচ্ছে। তবে এক হালি নিলে দাম পড়বে ২০০০ টাকা। তবে ক্রেতারা দাম সটকে পড়ছেন।
ইলিশ বিক্রেতা নজিব বলেন, বাজারে ক্রেতা ভালো এসেছেন। তবে দাম শুনে সটকে পড়ছেন।
বেশি দাম রাখার কারণ হিসেবে তিনি বলেন, এগুলো বেশিরভাগ ফ্রিজের। আর যোগান কম অাছে। বাজারে কয়েকটা দোকানেই শুধু ইলিশ পাওয়া যাচ্ছে।
ইলিশ কিনতে আসা কয়েকজনের সঙ্গে কথা হয়। আধ হাত লম্বা একটি ইলিশ নিলে ৫৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত চাইছে। ছোট এই মাছগুলো কাটলে তিনজনেও এক পিস করে খাওয়া যাবে কিনা সন্দেহ!
আগের বিক্রেতার ইলিশগুলো আকারে একটু বড় হওয়ায় দাম ৬৫০ টাকা প্রতি পিস। তবে হালি ২৫০০ টাকা দাম বলছেন।
বিডি প্রতিদিন/১৪ এপ্রিল ২০১৭/এনায়েত করিম