হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৫১ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত পণ্যের শুল্ক করসহ বাজার মূল্য প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপিরচালক ড. মইনুল খান আজ এ বিষয় নিশ্চিত করে জানান, মোহাম্মদ বেলাল নামের একজন দুবাই থেকে কুয়েত এয়ারওয়েজের কেইউটু২৮৩ ফ্লাইটে শাহজালালে গতকাল রাত ২টা ২০মিনিটে অবতরণ করেন। কিন্তু শুল্ক গোয়েন্দার কাছে গোপন সংবাদ থাকায় ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজর রাখা হয়।
এরপর যাত্রী বেলাল ৪ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল পার হয়ে দ্রুত চলে যাওয়ার সময় তার গতিরোধ করা হয়। পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার তিনটি লাগেজ খুলে ৫১ হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে ২০০ কার্টন কোরিয়ার মন্ড ব্র্যান্ড, ৪১ কার্টন ইউএস এর ৩০৩ ব্র্যান্ড ও ১৪ কার্টন ব্রিটেনের বেনসন অ্যান্ড হেজেজ ব্র্যান্ডের। সিগারেটগুলো দু’টি কার্টন ও একটি ট্রলি ব্যাগে করে আনা হয়। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার