চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে নগরীর নিউ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাকির নোয়াখালী জেলার সেনবাগ এলাকার জাহাঙ্গির আলমের ছেলে। তার চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
কোতোয়ালী থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, রবিবার দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় জাকির। পরে অন্যান্য ব্যবসায়ীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃতু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৭/মাহবুব