চট্টগ্রাম মহানগরে ফের জলাবদ্ধতা হয়েছে। চলতি মাসেই নগরবাসীকে তিনবার জলাবদ্ধতার মুখোমুখি হতে হয়। এর আগে গত ৪ এপ্রিল ও ২১ এপ্রিল অতিবর্ষণ এবং জোয়ারের পানিতে নগরের অধিকাংশ এলাকা তলিয়ে যায়। আজ সোমবারও তৃতীয়বারের মত কোন কোন এলাকায় পানি জমে যায়। তবে এবার অতীতের দুইবারের মত দীর্ঘক্ষণ পানি স্থায়ী ও অনেক বেশি এলাকায় জলাবদ্ধতা হয়নি।
গতকাল দিনভর থেমে থেমে বৃষ্টি হয়। এই বৃষ্টিতে অতীতের মত নির্দিষ্ট কিছু জায়গায় পানি উঠে। এর মধ্যে প্রবর্তক মোড়, চকবাজার, হালিশহর, আগ্রাবাদ, পোর্ট কানেকটিং রোড, এক্সেস রোড, বেপারি পাড়া, পতেঙ্গোসহ বিভিন্ন নিন্মাঞ্চলে পানি জমে যায়। তবে তা বেশি সময় ধরে স্থায়ী হয়নি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক বলেন, নগরের নির্দিষ্ট কিছু নিচু এলাকায় পানি উঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী না হওয়ায় স্থায়ী জলাবদ্ধতা হয়নি। তিনি বলেন, গত শুক্রবারের জলাবদ্ধতার পর নতুন করে পরিকল্পণা হাতে নেয়া হয়। অতিরিক্ত জলাবদ্ধতা হয় এমন স্থানে- বিশেষ ভাবে নালা নর্দমা পরিস্কার, চাক্তাই খালে অতিরিক্ত স্কেবেটর দিয়ে মাটি খননসহ নানা কাজ করা হচ্ছে।
জানা যায়, গত শুক্রবারে নগরের বিভিন্ন এলাকায় দীর্ঘক্ষণ বৃষ্টির পানি জমে থাকার কারণে বেশ কিছু সড়ক নষ্ট হয়ে যায়। উঠে যায় বিটুমিন, সৃষ্টি হয় ছোট- বড় অনেক গর্ত। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। নগরের বহদ্দারহাট থেকে মোহরা সড়ক, দুই নং গেইট এলাকা, মুরাদপুর, এক্সেস রোড, পোর্ট কানেকটিং রোড, বিমানবন্দর সড়কসহ বেশ কিছু সড়কের অবস্থা এখন বেহাল।
বিডি প্রতিদিন/এ মজুমদার