চট্টগ্রামে পুকুরে ডুবে দু'জমজ বোন নিহত হয়েছেন। তারা হলেন- কানিফা ও সাইফা। শনিবার দুপুরে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মাহমুদাবাদ গ্রামে মর্মাান্তিক এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার প্রবাসী রফিকুল ইসলামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে খেলতে বাসা থেকে বের হয় তানিফা ও সাইফা। কিছুক্ষন পর তাদের খুঁজতে বের হয় পরিবারের সদস্যরা। প্রায় এক ঘন্টা পর বাড়ির পাশে পুকুরে তাদের দেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার