আদালতে বিচারাধীন মামলাগুলোর বিচার প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করতে চট্টগ্রামে বিচারক-পুলিশ পৃথক দুটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মহানগর হাকিম আদালতের বিচারকদের সাথে মহানগর পুলিশের ও বিচারিক হাকিম আদালতের বিচারকদের সাথে জেলা পুলিশের এ সভা হয়েছে। সভায় চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এ.কিউ.এম নাছির উদ্দীনসহ অন্য বিচারকরা সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর) হাসান মো. শওকত আলীর নেতৃত্বে নগরের ১৬ থানার ওসিরা এ বৈঠকে অংশ নেন। এছাড়া র্যাব-৭ এর অধিনায়ক মিফতাহ উদ্দিন, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কুতুব উদ্দিন, পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামে বিচারাধীন মামলাগুলোর সুষ্ঠু বিচার প্রক্রিয়ায় দ্রুত সম্পন্নে কার্যকর ভূমিকা পালনের জন্য বিচারক ও থানার ওসিসহ সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করেন মুখ্য মহানগর হাকিম। সভায় মামলা তদন্তের সময় সীমা, মামলা দায়ের, আসামির প্রতি ইস্যুকৃত সমন, গ্রেফতারি পরোয়ানা ও ক্রোকি পরোয়ানা, সাক্ষীর সমন ও গ্রেফতারি পরোয়ানা জারির কার্যক্রম, বিনা পরোয়ানায় গ্রেফতার, রিমান্ড এবং চিকিৎসা সনদ বিষয়ে বিশদভাবে আলোচনা হয়। ফৌজদারী বিচার ব্যবস্থাকে আরও বেগবান করাসহ সুচারুরূপে বিচারকার্য সম্পন্নের জন্য পুলিশ ও বিচারকদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার