বিএনপি’র চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নগর বিএনপি, যুবদল এবং ছাত্রদল। আজ দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে এ মিছিল বের করে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে শেষ হয়। ওখানেই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে নগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সরকার ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে। বিরোধী দল বিএনপির উপর একের পর এক নির্যাতনের ইতিহাস রচনা করছে। সরকার আবারও জনগণের ভোট এবং গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় শাসন কায়েমের অপতৎপরতায় লিপ্ত।
সমাবেশে চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা মিয়া ভোলা, ইয়াছিন চৌধুরী লিটন, নগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ, ছাত্রদল নেতা রকিব উদ্দিন ফয়সাল ও জসিম উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার