রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় রেশমী আক্তার রেশমা (২০) নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস।
জানা গেছে, দুর্ঘটনার পর মুমূর্ষু অবস্থায় রেশমীকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হলেও রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জি জি বিশ্বাস জানান, ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। চালক পলাতক আছে।
বিডি-প্রতিদিন/২১ মে, ২০১৭/মাহবুব