চট্টগ্রামে সিটি বাসের ধাক্কায় এক পোশাককর্মী নিহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে ইপিজেড থানাধীন দুই নম্বর মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনায় নিহত হন তিনি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক সন্তোষ চাকমা জানান, ২৩ বছর বয়সী ওই উপজাতীয় তরুণকে সিটি বাস ধাক্কা দিলে গুরুতর আহত হন। এরপর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে জরুরি চিকিৎসার জন্য চমেক হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হলে সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/এনায়েত করিম