রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালানোর প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে।
রবিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্ক এলাকায় নগর বিএনপির কার্যালয় থেকে এ মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পরে। এসময় নগর বিএনপির কার্যালয়ের সামনেই বক্তব্য দেন নগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/হিমেল