উত্তরাঞ্চলে সড়কপথে পুলিশের চাঁদাবাজি, ওজন স্কেলে অর্থ আদায়সহ সাত দফা দাবিতে কর্মবিরতি পালন করছে ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ। রবিবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এতে উত্তরাঞ্চলে পণ্য পরিবহনে দেখা দিয়েছে অচলাবস্থা।
রাজশাহী ট্রাক, ট্যাংকরি ও কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, কাগজপত্র তল্লাশির নামে পুলিশ তাদের হয়রানি করছে। টাকা আদায় করছে। এছাড়া ওজন স্কেলে টাকা না দিলে ট্রাক যেতে দেওয়া হচ্ছে না। নানা অজুহাতে তাদের হয়রানি করা হচ্ছে। এ কারণে তারা কর্মবিরতিতে গেছেন।
ট্রাক, ট্যাংকরি ও কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কারণে উত্তরাঞ্চলে পণ্য পরিবহনে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্য নিয়ে আসতে পারছেন না ব্যবসায়ীরা।
রাজশাহী চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি জানান, বন্দরে বহু পণ্যবাহি ট্রাক আটকা পড়ে আছে। এতে করে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। এছাড়া প্রতিদিন রাজশাহী থেকে সবজি ও মাছ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। কর্মবিরতির কারণে এসব পণ্য পরিবহন করতে পারছেন না ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/হিমেল