সাভারে মাকে দোকানে খুঁজতে গিয়ে ধর্ষণের স্বীকার হয়েছে তৃতীয় শ্রেণির এক শিশু (১০) শিক্ষার্থী। গতকাল গভীর রাতে সাভারের ভাটপাড়া কাঁঠাল বাগান এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় রাজবাড়ি জেলার সদর থানার বিলনন্দিপুর গ্রামের ডিম বিক্রেতা করিম বিশ্বাস স্ত্রী রাজিয়া ও শিশু কন্যাকে নিয়ে জালেশ্বর এলাকায় রমজানের বাড়িতে একটি রুম ভাড়া নিয়ে থাকেন। পরে গতকাল রাতে শিশুটি নিজ বাসার সামনে একটি রাস্তায় তার মা রাজিয়াকে খুঁজতে যায়। এসময় শিশুটিকে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে ভাটপাড়া কাঁঠাল বাগান এলাকায় একটি পরিত্যক্ত কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণ করে ভাটপাড়া এলাকার ডিম বিক্রেতা ফরহাদ মিয়া। এসময় শিশুটি চিৎকার দিলে আশে পাশের লোকজন এসে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের একটি হাসপাতালে ভর্তি করে। এঘটনার পর থেকে ধর্ষণ ফরহাদ পলাতক রয়েছে।
শিশুটি জালেশ্বর এলাকার আলিফ একাডেমীর তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, শিশু ধর্ষণের বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।