গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের জেলা শাখার নেতাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, হঠাৎ করে কেন খালেদার কার্যালয়ে অভিযান হলো, সে বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির (মহাপুলিশ পরিদর্শক) সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছেন, তাদের কাছে কিছু গোয়েন্দা রিপোর্ট ছিল, তার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/এনায়েত করিম