ঢাকার বনানীর দ্য রেইনট্রি হোটেলে ছাত্রী ধর্ষণসহ দেশব্যাপী অব্যাহত নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে রবিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী রাবেয়া খাতুন।
এসময় বক্তব্য রাখেন অধ্যাপক শাহ্ শাজেদা, প্রতীমা সরকার, জীবন কৃষ্ণ দে প্রমুখ। বক্তারা রেইনট্রি হোটেলে ছাত্রী ধর্ষণসহ সারা দেশে নারী ও শিশু নির্যাতনকারীদের কঠোর শাস্তির দাবি করেন।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/হিমেল