বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশিকে সরকারের ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দেশের বৃহত্তম একটি রাজনৈতিক দলের প্রধানের কার্যালয়ে বেআইনিভাবে এ ধরনের হামলা আগে কখনো ঘটেনি। পুলিশ মিথ্যা অভিযোগ নিয়ে কার্যালয়ে হামলা চালিয়েছে। পরবর্তীতে দেখা যায় অভিযানের রেজাল্ট শূন্য। দেশের রাজনীতিতে এটি একটি নজিরবিহীন ঘটনা। আর এ নজিরবিহীন ঘটনার দায় স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই এড়াতে পারেন না। তাই আমরা ন্যাক্কারজনক ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।
তিনি বলেন, এ পুলিশি হামলায় প্রমাণ হয়, এ সরকার একটি অগণতান্ত্রিক সরকার। তাই তারা এমন ফ্যাসিবাদী হামলা করছে। আমরা যখন ভিশন ২০৩০ ঘোষণা করেছি, এরপর থেকে সরকার এ ধরনের অন্যায় আচরণ এবং ফ্যাসিবাদী আক্রমণ শুরু করছে। দেশে আমাদের নেতাকর্মীদের গ্রেফতারও করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার জয়নাল আবেদিন প্রমুখ।
বিডি প্রতিদিন/২১ মে ২০১৭/এনায়েত করিম